“বঙ্গবন্ধুর বিজ্ঞান ও প্রযুক্তি ভাবনা" শীর্ষক আলোচনা সভা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যানো সোসাইটির (বিএনএস) উদ্যোগে আগামী ১১ সেপ্টেম্বর ২০২১, শনিবার, সন্ধ্যা ৭:৩০ টায় "বঙ্গবন্ধুর বিজ্ঞান ও প্রযুক্তি ভাবনা" শীর্ষক এক  ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বঙ্গবন্ধুর বিজ্ঞান ও প্রযুক্তি ভাবনা বিষয়ক এই আলোচনা সভায় আপনাদের উপস্থিতি একান্ত কাম্য। আলোচনা সভায় যুক্ত হবার জন্য জুম আইডি ও পাসকোড সংযুক্ত ফ্লায়ারে দেওয়া আছে।

সরাসরি লিংকে ক্লিক করেও যুক্ত হতে পারবেন https://cutt.ly/WWYKevg

 

বাংলাদেশ ন্যানো সোসাইটি কর্তৃক আয়োজিত এই ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী .শামসুল আলম

বিশেষ অতিথি হিসেবে থাকবেন প্রফেসর ড. লুৎফুল হাসান, মাননীয় উপাচার্য, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। ভার্চুয়াল এই আলোচনা সভার মূখ্য আলোচক .সেঁজুতি সাহা, সাইন্টিস্ট ও ডিরেক্টর, চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন। বিজ্ঞান বিষয়ক এই সভায় স্বাগত বক্তব্য রাখবেন প্রফেসর . তোফাজ্জল ইসলাম - প্ল্যান্ট বায়োটেকনোলজি বিভাগের প্রধান, আইবিজিই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়।

“বঙ্গবন্ধুর বিজ্ঞান ও প্রযুক্তি ভাবনা” বিষয়ক এই আলোচনা সভার সভাপতির দায়িত্ব পালন করবেন প্রফেসর . আল-নকীব চৌধুরী – প্রেসিডেন্ট , বাংলাদেশ ন্যানো সোসাইটি, প্রাক্তন উপাচার্য, পাবনা বিঃ প্রঃ বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানটি সঞ্চলনা করবেন  ড. মোহাম্মদ মাহবুব রব্বানী – সাধারণ সম্পাদক, বাংলাদেশ ন্যানো সোসাইটি, সহযোগী অধ্যাপক , এআইইউবি।

Share this post

blog-author

COB

Publication Department, Community of Biotechnology

The Publications Departments comprises writers and editors coming from different fields of biological sciences.

Author

Similar post

Call for Papers- "Frontiers in Pharmacology: Experimental Pharmacology and Drug Discovery"-img
Call for Papers- "Frontiers in Pharmacology: Experimental Pharmacology and Drug Discovery"
Read this article
“Bangabandhu's Thoughts on Science and Technology” Virtual Discussion-img
“Bangabandhu's Thoughts on Science and Technology” Virtual Discussion
Read this article

Write your comment on this post

0 comments

    Be the first to comment



Leave a Comment

Your email address will not be published. All fields are required